সারা বাংলা

এবারের লড়াই দেশ গড়ার : নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলছেন, ‘‘আমাদের এবারের লড়াই দেশ গড়ার জন্য। গণঅভ্যুত্থানের পর আমরা নতুন বাংলাদেশ চেয়েছি, রাষ্ট্রের মৌলিক সংস্কার চেয়েছি, আমরা গণত্যাকারীদের বিচার চেয়েছি। জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ চেয়েছি।’’

সোমবার (৭ জুলাই) দুপুরে নাটোরের মাদ্রাসা মোড় স্বাধীনতা চত্বরে পথসভায় তিনি এ সব কথা বলেন। 

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘‘জুলাই অভ্যুত্থানের বার্তা নিয়ে এসেছি। যে বার্তা একটি ইনসাফভিত্তিক রাষ্ট্র কায়েমের স্বপ্ন দেখায়। বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখায়।’’

তিনি আরো বলেন, ‘‘দেশের মানুষের ওপর দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদী, স্বৈরাচারী আওয়ামী লীগ নির্মম নির্যাতন করেছে।’’

নাহিদ ইসলাম আরো বলেন, ‘‘নাটোরে ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই। গ্যাসের ব্যবস্থা নেই। স্বাস্থ্য ও যোগাযোগখাতে বৈষম্যের শিকার। বাংলাদেশের সব জেলায় এমন বৈষম্য দূর হবে আমরা সেই স্বপ্ন দেখি।’’

এ সময় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, নাটোর প্রধান সমন্বয়কারী প্রফেসর সাজিস কাদের, নাটোর সিনিয়র সমন্বয়কারী আব্দুল মান্নাফ, কেন্দ্রীয় নেতা আতিক আদিব। আরো উপস্থিত ছিলেন সদস্য সচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীসহ কেন্দ্রীয় নেতারা।