শিল্প ও সড়ক পরিবহন মন্ত্রণালয়ের দুটি প্রকল্পে ২৫৩ কোটি টাকা ব্যয়ের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) এর জন্য ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড ইউরিয়া সার ক্রয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ‘সাতক্ষীরা-সখিপুর-কালীগঞ্জ ও কালীগঞ্জ-শ্যামনগর-ভেটখালী মহাসড়ক উন্নয়ন’ প্রকল্পের মোট ২৫৩ কোটি ৪১ লাখ ১১ হাজার ৩৫৪ টাকা ব্যয় হবে।
মঙ্গলবার (৮ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে এই অনুমোদন দেওয়া হয়। সভায় কমিটির সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রথম প্রস্তাবে, কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার ক্রয়ের জন্য অনুমোদন দেওয়া হয়। ২০২৪-২৫ অর্থবছরের পরিকল্পনা অনুযায়ী ১৮তম লটে সার কেনার জন্য কাফকোর সঙ্গে চুক্তি করা হয়েছে। প্রতি মেট্রিক টনের দাম নির্ধারণ করা হয়েছে ৩৯৭.৭৫ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪৬ কোটি ৫৩ লাখ টাকা।
দ্বিতীয় প্রস্তাবে, সাতক্ষীরা-সখিপুর-কালীগঞ্জ এবং কালীগঞ্জ-শ্যামনগর-ভেটখালী মহাসড়ক উন্নয়ন প্রকল্পের প্যাকেজ নং-ডব্লিউপি-০৩ এর পূর্ত কাজের ক্রয় প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। দরপত্র আহ্বানে চারটি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে, যার মধ্যে মো.মঈনুদ্দিন (বাঁশি) লিমিটেড সর্বনিম্ন দর দিয়ে প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব পেয়েছে। এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় ১০৬ কোটি ৮৮ লাখ টাকা।