সারা বাংলা

বড়পুকুরিয়া কয়লা খনিতে চীনা শ্রমিকের মৃত্যু

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বড়পুকুরিয়া কয়লা খনিতে দুর্ঘটনায় মিস্টার ওয়াং (৩০) নামে এক চীনা শ্রমিকের মৃত্যু হয়েছে। 

বুধবার (৯ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বড়পুকুরিয়া কয়লা খনির মহাব্যবস্থাপক (মাইন অপারেশন) খান মো. জাফর সাদিক।

মহাব্যবস্থাপক জানান, গতকাল মঙ্গলবার বিকেল ৫টার দিকে বিসিএমসিএল-এর ভূগর্ভে ১৩০৫ নং ফেইসের ট্রাক গেইট থেকে হাইড্রোলিক সাপোর্টগুলো বের করার সময় মিস্টার ওয়াং স্টিল রোপের সঙ্গে আটকে যান। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেলে পাঠানো হয়। হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।