সারা বাংলা

কর্ণফুলী ইপিজেডের কারখানার আগুন নিয়ন্ত্রণে

চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) জ্যান্ট এক্সেসরিজ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। 

শুক্রবার (১১ জুলাই) বিকেল ৩টার দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট, নৌবাহিনীর অগ্নিনির্বাপণ ইউনিট এবং ইপিজেডের নিজস্ব ফায়ার সার্ভিস ইউনিটের যৌথ প্রচেষ্টায় দুই ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

ওই কারখানায় ফোম তৈরী হয়। ফোমে আগুন লাগার কারণে অতিরিক্ত ধোঁয়ার সৃষ্টি হয়। এর ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় ফায়ার ফাইটারদের। কারখানার ভিতর থেকে এখনো কালো ধোঁয়া বের হচ্ছে। 

চট্টগ্রাম ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মোজাম্মেল হক জানিয়েছেন, বিকেল ৩টার দিকে কর্ণফুলী ইপিজেডের একটি কারখানায় অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। সঙ্গে সঙ্গে নিকটস্থ বিভিন্ন ফায়ার সার্ভিস স্টেশন থেকে আটটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

কর্ণফুলী ইপিজেডের নির্বাহী পরিচালক মশিউদ্দিন বিন মিসবাহ জানিয়েছে, আগুন নিয়ন্ত্রনে এসেছে। ক্ষয়-ক্ষতি কেমন হয়েছে, এখনো তা নিরূপণ করা সম্ভব নয়। পরে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।