কক্সবাজারের উখিয়া উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য কামাল হোসেন হত্যার ঘটনায় ১৪ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুলাই) রাতে নিহতের ভাই সাহাব উদ্দিন বাদী হয়ে উখিয়া থানায় এ মামলা করেন। মামলায় ৮ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং আরও ৬ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। মামলায় যাদের নাম উল্লেখ করা হয়েছে, তারা সবাই ২০১৯ সালের ২৭ জুলাই নিহত কামালের অপর ভাই জসিম উদ্দিন হত্যা মামলার আসামি ছিলেন।
মামলায় অভিযুক্তরা হলেন, আবদুর রহিম, তোফাইল আহমদ, জুহুর আহমদ চৌধুরী, শরিফুল হক সাগর, জহির আহমদ, নুরুল বশর, মোহাম্মদ রিদোয়ান ও শরিফুল হক নাহিদ। তারা সবাই মনখালী এলাকার বাসিন্দা। নিহত কামাল হোসেন ওই এলাকার সিদ্দিক আহমদের ছেলে এবং জালিয়াপালং ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন।
কামাল হোসেন গত ৭ জুলাই রাত ১১টার পর বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ ছিলেন। মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে মনখালী খালের একটি ঝিরি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসেন মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে।