এই বর্ষায় ঠোঁট সহজেই আদ্রতা হারাতে পারে। সপ্তাহে একদিন লিপ মাস্ক ব্যবহার করে ঠোঁটের আদ্রতা ধরে রাখতে পারেন। আর লিপ মাস্ক হিসেবে প্রাকৃতিক উপাদান ব্যবহার করাই ভালো। নিজেই বানিয়ে নিন লিপ মাস্ক।
নারকেল তেল ও মধু
ঠোঁটের আদ্রতা ধরে রাখতে নারকেল তেল ব্যবহার করতে পারেন। এক চামচ নারকেল তেলের সঙ্গে এক চামচ মধু মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিন। এরপর এই মিশ্রণটি ঠোঁটের ওপর ১৫ মিনিট লাগিয়ে রাখুন। ঠোঁটের আদ্রতা ঠিক থাকবে। শুধু তাই না এই লিপ মাস্ক ঠোঁট ফাটার হাত থেকে বাঁচাবে। ঠোঁটকে কালচে হতে দেবে না।
অ্যালোভেরা ও চিনি
রূপচর্চায় দীর্ঘদিন ধরে ব্যবহৃত হয়ে আসছে অ্যালোভেরা। এই প্রাকৃতিক উপাদানের সঙ্গে চিনি মিশিয়ে ঠোঁটের জন্য মাস্ক তৈরি করে নিতে পারেন। ঠোঁটকে এক্সফোলিয়েট করতে সাহায্য করবে চিনি। আর অ্যালোভেরা ঠোঁটকে হাইড্রেট করবে। এই মাস্ক ঠোঁটে দাগ পড়তে দেবে না। এক চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে আধা চা চামচ চিনি মিশিয়ে মাস্কটি তৈরি করে নিন। এরপর ঠোঁট ৩ মিনিট ধরে স্ক্রাব করুন। শেষে সুতি কাপড় ভিজিয়ে নিয়ে, সেই কাপড় দিয়ে ঠোঁট মুছে নিন। দেখবেন ঠোঁট নরম আর গোলাপি হয়ে উঠবে।
গোলাপের পাপড়ি ও দুধ
যারা ঠোঁটের আদ্রতা ধরে রাখার পাশাপাশি এর উজ্জ্বলতা বাড়াতে চান তারা গোলাপের পাপড়ি ও দুধের মাস্ক ব্যবহার করতে পারেন। এক মুঠো শুকনো গোলাপের পাপড়ি গুঁড়া করে নিন। এর সঙ্গে এক চামচ দুধ মিশিয়ে মাস্ক বানিয়ে নিন। এই মাস্ক ঠোঁটে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করুন। তারপরেই ঠোঁট কোমল হয়ে উঠবে।
কিউই ও টক দই
কিউই ফল ও টক দইয়ের মিশেলে তৈরি করে নিতে পারেন মাস্ক। টক দই ঠোঁটের মৃত কোষ দূর করবে আর কালচে দাগ পড়তে দেবে না। মাস্ক বানানোর জন্য টক দইয়ের সঙ্গে কিউই ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। এরপর এই মিশ্রণটি ঠোঁটে ১৫ মিনিট লাগিয়ে রাখতে হবে। এতেই ঠোঁট উজ্জ্বল ও নরম হয়ে উঠবে।