খেলাধুলা

অস্ট্রেলিয়াকে গুটিয়ে দিয়ে জবাব খুঁজছে ওয়েস্ট ইন্ডিজ

কিংস্টনের সাবিনা পার্কে তৃতীয় ও শেষ টেস্টে গা ঝাড়া দিয়ে উঠল ওয়েস্ট ইন্ডিজ। সিরিজে টিকে থাকার আর সুযোগ না থাকলেও হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে মাঠে নামে তারা ভিন্ন এক মেজাজে। আর ফলও মিলল হাতেনাতে। শামার জোসেফ আর জাইডেন সিলসের বিধ্বংসী বোলিংয়ে অস্ট্রেলিয়ার শক্তিশালী ব্যাটিং লাইনআপ গুটিয়ে গেল মাত্র ২২৫ রানেই।

সিরিজের আগের দুটি টেস্টে লড়াই করেও শেষ রক্ষা হয়নি ক্যারিবীয়দের। তবে শনিবার যখন টস জিতে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া, তখন থেকেই ভিন্ন এক দৃশ্যপট তৈরি হয়। ব্যাট হাতে শুরুটা ভালো করলেও দিন গড়াতেই মুখ থুবড়ে পড়ে অতিথিদের ইনিংস। পুরো দল গুটিয়ে যায় মাত্র ৭০.৩ ওভারে।

অস্ট্রেলিয়ার হয়ে সবচেয়ে বড় সংগ্রহ আসে স্টিভ স্মিথের ব্যাট থেকে, ৪৮ রান। ক্যামেরন গ্রিন করেন ৪৬, অধিনায়ক কামিন্সের ব্যাটে আসে ২৪, খাজা ২৩, ক্যারি ২১ আর হেড করেন ২০ রান। তবে এই ইনিংসের মূল গল্প লেখা হয় বল হাতে। শামার জোসেফ ৩৩ রানে তুলে নেন ৪ উইকেট। আর জাস্ট্রিন গ্রিভস ও জাইডেন সিলস মিলে ভাগ করে নেন ৬ উইকেট।

১২ বছর পর একাদশে নাথান লিয়নকে না রেখে মাঠে নামে অজিরা। নতুন কম্বিনেশন বেশিক্ষণ টিকল না। কারণ, দিনের তৃতীয় সেশনের মাঝামাঝিতেই তাদের ইনিংস গুটিয়ে যায়।

জবাবে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে কিছুটা সাবধানেই শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। যদিও ওপেনিংয়ে নেমে কেভলন অ্যান্ডারসন ১৪ বল খেলে মাত্র ৩ রানেই স্টার্কের শিকার হন। তবে দিনের বাকি সময়টায় ব্র্যান্ডন কিং (৮*) ও রস্টন চেজ (৩*) মিলে কোনো বিপদ ছাড়াই শেষ করেন।

প্রথম দিন শেষে ক্যারিবীয়দের সংগ্রহ ১ উইকেটে ১৬ রান। তারা এখনও পিছিয়ে রয়েছে ২০৯ রানে। তবে বল হাতে যেভাবে অস্ট্রেলিয়াকে নড়বড়ে করে দিয়েছে তাতে দ্বিতীয় দিনটিকে ঘুরে দাঁড়ানোর সুযোগ হিসেবেই দেখছে স্বাগতিকরা।