শিক্ষা

৪৪তম বিসিএসে উত্তীর্ণদের জন্য পিএসসির নতুন নির্দেশনা

৪৪তম বিসিএসের উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে যারা বর্তমানে ক্যাডার সার্ভিসে কর্মরত-তাদের জন্য নতুন বিশেষ নির্দেশনা জারি করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

নির্দেশনা অনুযায়ী, ৪৪তম বিসিএসে উত্তীর্ণদের মধ্যে যারা ইতোমধ্যে ক্যাডার সার্ভিসে কর্মরত তাদের ২৫ জুলাইয়ের মধ্যে একটি নির্দিষ্ট গুগল ফরম পূরণ করে জমা দিতে বলা হয়েছে।

রবিবার (১৩ জুলাই) সরকারি কর্ম কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রকাশিত ফলাফল অনুযায়ী ৪৪তম বিসিএসের উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে যারা বর্তমানে কোনো ক্যাডার সার্ভিসে কর্মরত আছেন, তাদের (forms.gle/XDRX2YoBoAhUpxTB8) এই গুগল ফরমটি পূরণ করতে হবে।

প্রার্থীদের ২৫ জুলাইয়ের মধ্যে গুগল ফরমটি পূরণ করে জমা দিতে হবে।