সারা বাংলা

বান্দরবানে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ৩

বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের চিম্বুক সড়কের ১২ মাইল দেওয়াই হেডম্যান পাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের দুজনসহ তিনজন নিহত হয়েছেন। 

রবিবার (১৩ জুলাই) দিবাগত রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন—দেওয়াই হেডম্যান পাড়ার রেংথেং ম্রোর মেয়ে তুমলে ম্রো (১৭), মৃত পারাও ম্রোর ছেলে উরকান ম্রো (৭১) এবং প্রতিবেশী মেনরাও ম্রোর স্ত্রী রংলেং ম্রো (৩৫)। উরকান ম্রো ও তুমলে ম্রো সম্পর্কে মামা-ভাগনি। তারা সবাই বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দেওয়াই হেডম্যান পাড়ার বাসিন্দা।

স্থানীয়রা জানিয়েছেন, সুয়ালক ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দেওয়াই হেডম্যান পাড়ায় গভীর রাতে ট্রান্সফরমার বিস্ফোরিত হয়। তাড়াহুড়ো করে তুমলে ম্রো ও উরকান ম্রো বৈদ্যুতিক মিটারের সুইচ বন্ধ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। পাশের বাড়ির রংলেং ম্রো তাদেরকে বাঁচাতে চেষ্টা করলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তুমলে ম্রো ও উরকান ম্রো মারা যান। প্রতিবেশীরা রংলেং ম্রোকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সুয়ালক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উক্যনু মারমা জানিয়েছেন, রাত ২টার দিকে স্থানীয় লোকজন তাকে তিনজনের মৃত্যুর খবর জানান। তবে, দুর্গম পাহাড়ি এলাকায় মোবাইল নেটওয়ার্ক না থাকায় বিস্তারিত জানা সম্ভব হয়নি।

বান্দরবান সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. দিলিপ চৌধুরী জানিয়েছেন, বিদ্যুৎস্পৃষ্টে আহত এক নারীকে রাত ৩টা ২০ মিনিটে হাসপাতালে আনা হয়। এর আগে পথেই তার মৃত্যু হয়।

বান্দরবান বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী আমির হোসেন মাসুম জানিয়েছেন, ট্রান্সফরমার বিস্ফোরণ ও প্রাণহানির খবর পেয়ে ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে। তদন্ত করে বিস্তারিত জানানো হবে।

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও মিডিয়া) আবদুল করিম জানিয়েছেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তাদের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত তথ্য জানানো সম্ভব হবে।