জাতীয়

ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্ব গড়তে তরুণদের ক্ষমতায়ন জরুরি: স্বাস্থ্য উপদেষ্টা

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্ব গঠনে তরুণদের ক্ষমতায়ন জরুরি। তারা ভবিষ্যৎ প্রজন্মের প্রতিনিধিত্ব করবে এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে সোমবার (১৪ জুলাই) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উদ্যোগে এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এবার বিশ্ব জনসংখ্যা দিবসের প্রতিপাদ্য ‘ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন’।

প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা  বলেন, “তরুণদের প্রজনন স্বাস্থ্য-সংশ্লিষ্ট চাহিদা, পছন্দ-অপছন্দ ও প্রতিবন্ধকতা চিহ্নিত করে তাদের পাশে দাঁড়ানো প্রয়োজন। এতে ন্যায্যতা, সামাজিক শান্তি এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করা সহজ হবে।”

অনুষ্ঠানে জাতীয় পর্যায়ে ১০ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানকে সনদপত্র ও ক্রেস্ট দেওয়া হয়। 

এক প্রশ্নের জবাবে স্বাস্থ্য উপদেষ্টা জানান, কোনো পরীক্ষা বা সার্কুলার ছাড়া সরাসরি চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে, এমন তথ্য পাওয়ার পর তদন্ত শুরু হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিয়োগের যৌক্তিকতা ব্যাখ্যা করতে বলা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, বেআইনি কোনো কর্মকাণ্ডকে প্রশ্রয় দেওয়া হবে না। স্বাস্থ্য খাতের স্বচ্ছতা ও জবাবদিহিতা রক্ষায় সরকার দৃঢ় প্রতিজ্ঞ।