সারা বাংলা

সরকারি সেই টিউবওয়েলের বেড়া অপসারণ, গর্ত ভরাট

দেশের শীর্ষস্থানীয় জনপ্রিয় নিউজ পোর্টাল রাইজিংবিডিতে ‘সরকারি টিউবওয়েলে বেড়া, রাস্তায় গর্ত পানির জন্য দুর্ভোগে গ্রামের মানুষ’ শিরোনামে ভিডিও সংবাদ প্রচারের পর টিউবওয়েলের বেড়া অপসারণ ও গর্ত ভরাটের উদ্যোগ নিয়েছে হাকিমপুর থানা পুলিশ।

গতকাল সোমবার (১৪ জুলাই) দুপুরে রাইজিংবিডিতে ভিডিও সংবাদ প্রচারের পর বিকেলে সেই জনস্বার্থ দপ্তরের টিউবওয়েলের চারপাশে বাঁশের বেড়া উচ্ছেদ ও যাতায়াতের রাস্তার গর্ত ভরাটে যায় পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক। 

তিনি বলেন, “সোমবার দুপুর ১২টা দিকে রাইজিংবিডি অনলাইনে একটি ভিডিও সংবাদ দেখতে পাই। উপজেলার চৌধুরী ডাঙ্গাপাড়া গ্রামের রফিকুল ইসলাম বাবুল নামের এক ব্যক্তি সরকারি টিউবওয়েলের চারপাশে বাঁশের বেড়া দিয়ে ঘিরে রেখেছে এবং টিউবওয়েলে পানি নেওয়ার রাস্তাটি গর্ত করে রেখেছে। সংবাদটি দেখার পর ঘটনাস্থলে দ্রুত এসআই অপরুপসহ পুলিশ ফোর্স পাঠাই। সেখানে টিউবওয়েলে বাঁশের বেড়া উচ্ছেদ করে মানুষের যাতায়াতের রাস্তার গর্তটি ভরাট করে দেওয়া হয়েছে। এখন গ্রামবাসীর পানি নিতে আর কোনো সমস্যা নেই।”