সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৫ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থান হলেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে আগের কার্যদিবসের চেয়ে লেনদেন বাড়লেও সিএসইতে কমেছে। এ দিনে ডিএসই ও সিএসইতে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম বেড়েছে।
ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ০.৩৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৬২ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ১.৫৫ পয়েন্ট কমে ১ হাজার ১০২ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৯.০৯ পয়েন্ট কমে ১ হাজার ৮৯০ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে মোট ৩৯৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১৬৩টি কোম্পানির, কমেছে ১৫৬টির এবং অপরিবর্তিত আছে ৭৬টির।
ডিএসইতে মোট ৬৫৩ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫৬৪ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ২.৭৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৮ হাজার ৫৯৯ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ৫.৮৯ পয়েন্ট কমে ১৪ হাজার ৯১ পয়েন্টে, শরিয়াহ সূচক ০.৬৬ পয়েন্ট কমে ৮৯৮ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ৬৭.৩৩ পয়েন্ট কমে ১২ হাজার ৭৫ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে মোট ২৩৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১০৭টি কোম্পানির, কমেছে ৯৬টির এবং অপরিবর্তিত আছে ৩০টির।
সিএসইতে ৪ কোটি ৭১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫ কোটি ৬৭ লাখ লাখ টাকার শেয়ার ও ইউনিট।