ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জের ধলেশ্বরী টোল প্লাজায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ১ কোটি ১১ লাখ ২১ হাজার টাকা মূল্যের ইয়াবা জব্দ করেছে র্যাব। এসময় আটক করা হয় চার মাদক কারবারিকে।
মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১০-এর সিনিয়র সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কমান্ডার মো. আনোয়ার হোসেন।
আটককৃতরা হলেন- জ্যোতি খাতুন (২৫), রানা বেগ (৩৫), সোহেল মোল্লা (৩৩) ও শান্তা ইসলাম (২৫)।
র্যাব-১০-এর সিনিয়র সহকারী পরিচালক আনোয়ার হোসেন জানান, কক্সবাজার থেকে একটি এসি বাসে মাদকের বড় চালান আসছে বলে খবর আসে। এরই প্রেক্ষিতে ধলেশ্বরী টোল প্লাজায় বাসে তল্লাশি চালানো হয়। এসময় ৩৭ হাজার ৭০ পিস ইয়াবা জব্দ করা হয়। আটক করা হয় চার মাদক কারবারিকে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান, তারা কিছুদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে কেরাণীগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করছিলেন। আটকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।