বাংলাদেশ ও চীনের গণমাধ্যমের মধ্যে সহযোগিতা ও সাংবাদিক বিনিময় বাড়াতে একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) এবং বাংলাদেশ-চায়না আপন মিডিয়া ক্লাব।
মঙ্গলবার (১৫ জুলাই) রাজধানীর সিএমজি বাংলার ঢাকা অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে ডিআরইউ’র পক্ষে স্বাক্ষর করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এবং বাংলাদেশ-চায়না আপন মিডিয়া ক্লাবের পক্ষে স্বাক্ষর করেন প্রতিনিধি অলিভিয়া ছু।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএমজির বাংলা বিভাগের পরিচালক ইউ কুয়াং ইউয়ে আনন্দী।
এ সময় তিনি বলেন, “গত ৫০ বছরে সরকারি ও বেসরকারি পর্যায়ে চীন ও বাংলাদেশের সম্পর্ক বহুমাত্রিকভাবে গভীর হয়েছে। এই সম্পর্কে মিডিয়া একটি গুরুত্বপূর্ণ সেতুবন্ধনের কাজ করছে। আজকের এই সমঝোতা স্মারক দুই দেশের সাংবাদিকদের আরো কাছাকাছি আনবে।”
তিনি আরো বলেন, “চীনা সংগঠনের সঙ্গে সেতুবন্ধনের জন্য বাংলাদেশ-চায়না আপন মিডিয়া ক্লাব ও ডিআরইউ একসঙ্গে কাজ করতে পারে। তথ্য বিনিময়, সাংবাদিক প্রশিক্ষণ এবং যৌথ রিপোর্টিংয়ের মাধ্যমে দুই দেশের মিডিয়া একটি নতুন অধ্যায় রচনা করতে পারবে।”
ডিআরইউ’র সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, “এই চুক্তির মাধ্যমে চীনের পর্যটন, স্বাস্থ্য ও শিক্ষা খাতে সাংবাদিকদের কাজের সুযোগ তৈরি হবে। বাংলাদেশ-চায়নার অর্থনৈতিক সম্পর্ক যেমন সুসংহত হচ্ছে, মিডিয়াও সেই সম্পর্ক দৃঢ় করতে ভূমিকা রাখতে পারে।”
ডিআরইউ’র সহ-সভাপতি গাজী আনোয়ার বলেন, “বাংলাদেশের সাংবাদিকরা যদি সরাসরি চীনের মিডিয়া কনটেন্ট ব্যবহার করে, তাহলে তথ্যের সঠিকতা নিশ্চিত হবে। আমরা চাই চীনকে দেখতে চীনের চোখ দিয়ে, তৃতীয় কোনো দেশের মিডিয়ার চোখ দিয়ে নয়।”
ডিআরইউ’র যুগ্ম-সম্পাদক নাদিয়া শারমিন বলেন, “বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের সম্পর্ককে মিডিয়ার মধ্যে সেতুবন্ধনের মাধ্যমে শক্তিশালী করা প্রয়োজন ছিল। আজকের আয়োজন সেই প্রয়োজন পূরণে সহায়ক হবে। আমরা চাই প্রযুক্তির পথে, উন্নয়নের পথে একসঙ্গে হাঁটতে।”
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডিআরইউ-এর সাংগঠনিক সম্পাদক আবদুল হাই তুহিন, নারীবিষয়ক সম্পাদক রোজিনা রোজী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজান চৌধুরী এবং সিএমজি বাংলার ঢাকা অফিসের সাংবাদিকরা।
দুই সংগঠনের নেতারা জানান, ভবিষ্যতে তারা সাংবাদিকদের জন্য তথ্য বিনিময়, রিপোর্টিং প্রশিক্ষণ, যৌথ গবেষণা, ‘বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড’ এর মতো উদ্যোগ নিয়ে কাজ করতে চান।
বাংলাদেশ-চায়না আপন মিডিয়া ক্লাব ২০২৪ সালের ডিসেম্বরে যাত্রা শুরু করে। অন্যদিকে ১৯৯৫ সালের ২৬ মে প্রতিষ্ঠিত ডিআরইউ দেশের রিপোর্টারদের বৃহত্তম সংগঠন হিসেবে কাজ করে যাচ্ছে।