অর্থনীতি

গৃহিণীদের এক্সক্লুসিভ সেভিংস অ্যাকাউন্ট চালু করলো ব্র্যাক ব্যাংক

গৃহিণীদের জন্য দেশের প্রথম এক্সক্লুসিভ সেভিংস অ্যাকাউন্ট চালু করেছে ব্র্যাক ব্যাংক। ‘তারা হোমমেকার্স’ নামে এই সেবা নারীদের আর্থিক অন্তর্ভুক্তিতে নতুন মাত্রা যোগ করবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ব্যাংকটি জানিয়েছে, এই অ্যাকাউন্ট খোলার জন্য আয়ের কোনো প্রমাণপত্র লাগবে না। অর্থাৎ স্যালারি স্লিপ বা নিয়োগপত্র ছাড়াই শুধু সেলফ-ডিক্লারেশনের মাধ্যমে গৃহিণীরা সহজেই এই অ্যাকাউন্ট খুলতে পারবেন।

এই অ্যাকাউন্টে থাকছে বিশেষ কিছু সুযোগ-সুবিধা—ডেবিট কার্ডে কোনো ফি নেই, গ্রোসারি কেনাকাটায় মিলবে ক্যাশব্যাক, এবং যেকোনো পরিমাণ ব্যালেন্সেই সুদ পাওয়া যাবে।

প্রোডাক্টটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে নিম্ন ও মধ্যম আয়ের নারীদের জন্য। যোগ্যতা হিসেবে নির্ধারিত হয়েছে—মাসিক পারিবারিক আয় ২ লাখ টাকার কম, প্রারম্ভিক জমা ৫ লাখ টাকার নিচে এবং ছয় মাসে সর্বোচ্চ জমা ১২ লাখ টাকার মধ্যে থাকতে হবে।

ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম বলেন, “এই অ্যাকাউন্ট গৃহিণীদের ব্যাংকিং প্রয়োজন মেটানোর পাশাপাশি তাদের অবমূল্যায়িত শ্রমের স্বীকৃতি। এটি অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিংয়ের পথে ব্র্যাক ব্যাংকের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।” 

অ্যাকাউন্টটি ব্র্যাক ব্যাংকের ডিজিটাল চ্যানেল এবং দেশজুড়ে বিস্তৃত শাখাগুলোর মাধ্যমে খোলা যাবে। এই উদ্যোগ বাস্তবায়নের আগে ব্যাংকটি ২,৫০০-এরও বেশি ফ্রন্টলাইন কর্মীকে প্রশিক্ষণ দিয়েছে, যাতে গ্রাহকদের সহজে ও সঠিকভাবে সেবা দেওয়া যায়।

ব্র্যাক ব্যাংকের উইমেন ব্যাংকিং সেগমেন্ট ‘তারা’-এর অধীনে চালু হওয়া এই অ্যাকাউন্ট ব্যাংকটির উদ্ভাবন ও অন্তর্ভুক্তির পথে আরও একটি মাইলফলক। গৃহিণীদের জন্য এই সেভিংস অ্যাকাউন্ট সেবা চালুর মাধ্যমে সেই আর্থিক অন্তর্ভুক্তির দিগন্ত আরও প্রসারিত করল ব্র্যাক ব্যাংক।