ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, যেকোনো নতুন সামরিক আক্রমণের জবাব দিতে প্রস্তুত ইরান। ১২ দিনের ইরান-ইসরায়েল যুদ্ধের চেয়েও বড় আঘাত হানতে সক্ষম।
বুধবার রাষ্ট্রীয় টিভিতে সম্প্রচারিত ভাষণে খামেনি বলেন, “আমাদের জাতি মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার কুকুর ইহুদিবাদী শাসনব্যবস্থার (ইসরায়েল) শক্তির মুখোমুখি হতে যেভাবে প্রস্তুত, তা অত্যন্ত প্রশংসনীয়।”
ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র গত মাসে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছিল। এর প্রতিক্রিয়ায় ইরানও পাল্টা হামলা শুরু করে ইসরায়েলে। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হয়।
খামেনি কাতারের আল উদেইদ ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রসঙ্গ টেনে বলেন,“ইরান যে ঘাঁটিতে হামলা চালিয়েছে তা ছিল একটি অত্যন্ত সংবেদনশীল আমেরিকান আঞ্চলিক ঘাঁটি। যুক্তরাষ্ট্র এবং অন্যান্যদের উপর আরো বড় আঘাত আসতে পারে।”
ওয়াশিংটন এবং তিনটি প্রধান ইউরোপীয় দেশ ৩১ আগস্টের মধ্যে চুক্তির জন্য সময়সীমা নির্ধারণে সম্মত হওয়ায় ইরানের উপর যুক্তরাষ্ট্রের সাথে পারমাণবিক আলোচনা পুনরায় শুরু করার চাপ রয়েছে। ইরান যদি আলোচনা শুরু না করে তাহলে নতুন করে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রয়োগ করা হবে বলে সতর্ক করেছে ফ্রান্স।
খামেনি বলেন, “কূটনৈতিক ও সামরিক উভয়ক্ষেত্রেই, যখনই আমরা পর্যায়ে প্রবেশ করি, আমরা দুর্বলতার অবস্থান থেকে নয়, আমাদের হাত পূর্ণ করে তা করি।”