নাটোরের নলডাঙ্গায় পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে দায়ের হওয়া মামলায় মিন্টু প্রামাণিক (৩৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৬ জুলাই) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে, গত রাতে ভুক্তভোগীর দাদি বাদী হয়ে মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করে। মিন্টু প্রামাণিক উপজেলার পশ্চিম মাধনগর জোয়ানপুর গ্রামের খলিল প্রামাণিকের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, চলতি বছরের ১৫ জানুয়ারি মিন্টু পঞ্চম শ্রেণিতে পড়ুয়া ওই স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেন। এ ঘটনার পরপরই থানায় মামলা করতে গেলে ভুক্তভোগীর পরিবারকে ভয়ভীতি দেখানো হয়। এ নিয়ে দুপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। বুধবার ভুক্তভোগীর দাদি বাদী হয়ে মামলা করেন।
নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘‘বুধবার ধর্ষণচেষ্টা মামলায় গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে। আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।’’