চাঁদপুরের হাইমচর উপজেলার ৪ নম্বর নীলকমল ইউনিয়ন বিএনপির সভাপতি নাছির উদ্দিন মোল্লার চাঁদা দাবির একটি অডিও ভাইরালের পর তার পদ স্থগিত করেছে দলটি। যদিও, অডিওটি এডিট করা বলে দাবি করেছেন নাছির।
মঙ্গলবার (১৫ জুলাই) উপজেলা বিএনপির সভাপতি মো. আমিন উল্লাহ বেপারী এবং সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম শফিক পাটোয়ারীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পদ স্থগিতের কথা বলা হয়।
এ বিষয়ে জানতে চাইলে হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক বলেন, ‘‘সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অডিও ক্লিপ ছড়িয়ে পড়ে। যেখানে নাছির উদ্দিনকে জমি সংক্রান্ত বিষয়ে প্রতিপক্ষের কাছে চাঁদা চাইতে শোনা যায়। বিষয়টি তদন্তাধীন। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে দলীয়ভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’’
তবে অভিযোগ নাকচ করেছেন নাছির উদ্দিন মোল্লা। তিনি বলেন, ‘‘আমি কোনো অন্যায় করেননি। তদন্ত করে দল যেই সিদ্ধান্ত জানাবে, মেনে নিব।’’