বিনোদন

দয়া করে শাকিব খানকে প্রশ্নটি করুন: মিষ্টি জান্নাত

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। কাজের চেয়ে ব্যক্তিগত কারণে বছরজুড়েই আলোচনায় থাকেন। ইদানীং ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের সঙ্গে তোলা নানা মুহূর্ত নিজের ফেসবুকে শেয়ার করে থাকেন। ফলে এ নিয়ে প্রায়ই খবরের শিরোনাম হন এই অভিনেত্রী। 

কয়েক দিন আগেও শাকিবের সঙ্গে তোলা একটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন মিষ্টি জান্নাত। অনেকেই প্রশ্ন তুলছেন, কিছুদিন পর পর শাকিবের সঙ্গে ছবি প্রকাশ করার রহস্য কী? এবার সংবাদ সম্মেলনে এই প্রশ্ন সরাসরি রাখা হয় মিষ্ট জান্নাতের কাছে। 

মিষ্টি জান্নাত

মিষ্টি জান্নাত বলেন, “শাকিব খানকে নিয়ে আমি এখন কোনো কথা বলব না। শাকিবকে নিয়ে কোনো কথা থাকলে দয়া করে তাকেই প্রশ্ন করেন। শাকিব খানকে ফোন করেন অথবা প্রেস মিটে তিনি আসেন, সেখানেই জিজ্ঞাসা করেন। আশা করছি, ভালো উত্তর পেয়ে যাবেন।” 

খানিকটা ব্যাখ্যা করে মিষ্টি জান্নাত বলেন, “আমার তো সব ছবিই ভাইরাল হয় ভাই। এ ক্ষেত্রে আমি কি করতে পারি? আমি যদি বলি, তাহলে আপনারাই বলবেন অনুরোধ করে তার (শাকিব খান) সঙ্গে ছবি তুলেছি। আমি যদি বলি, সে (শাকিব) আমার ভালো বন্ধু। তাহলে আপনারাই বলবেন, সে আপনার অনেক সিনিয়র। আমি যদি বলি, সে (শাকিব) আমার বয়ফ্রেন্ড। তাহলে বলবেন, এটা কীভাবে সম্ভব? সুতরাং আমি কোনো কিছুই বলতে চাই না। সে আমার সহশিল্পী, সে মেগাস্টার, সুপারস্টার।” 

গত বছর শাকিব খানের তৃতীয় বিয়ের গুঞ্জন ওঠে, তখন শোনা যায় পাত্রী হিসেবে ডাক্তার বেছে নিয়েছে শাকিবের পরিবার। সেই থেকে গুঞ্জন, হয়তোবা মিষ্টি জান্নাতই সেই পাত্রী! কারণ অভিনেত্রী পরিচয়ের বাইরেও মিষ্টি একজন দন্ত চিকিৎসক। এ নিয়েও মিষ্টি জান্নাতকে প্রশ্ন করা হয়েছিল। জবাবে অভিনেত্রী বলেছিলেন, “হলেও হতে পারে, দেখা যাক।” অবশ্য, পরে বিষয়টি স্পষ্ট করে এই অভিনেত্রী জানিয়েছিলেন, শাকিব খানের সঙ্গে তার কিছুই নেই।

২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় ক্যারিয়ার শুরু করেন মিষ্টি জান্নাত। এরপর থেকে নিয়মিত কাজ করে যাচ্ছেন। অভিনেত্রী পরিচয়ের বাইরে মিষ্টি জান্নাত একজন দন্ত চিকিৎসক। রাজধানীতে তার একটি ক্লিনিকও রয়েছে।