সারা বাংলা

চট্টগ্রামেও পদযাত্রায় হামলার আশঙ্কা এনসিপির

বন্দরনগরী চট্টগ্রামে দুই দিনের পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গোপালগঞ্জের ঘটনার পর চট্টগ্রামেও হামলার আশঙ্কা প্রকাশ করেছেন দলটির চট্টগ্রামের তত্ত্বাবধায়ক জোবাইরুল হাসান আরিফ। 

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ আশঙ্কার কথা জানান।

সংবাদ সম্মেলনে জোবাইরুল হাসান আরিফ জানান, গোপালগঞ্জের ঘটনার পর আওয়ামী লীগ আর নীরব নেই বলে এনসিপি মনে করে। নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী শনিবার (১৯ জুলাই) থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম অঞ্চলে এনসিপির দুই দিনের পদযাত্রা কর্মসূচি। কক্সবাজারে পদযাত্রা দিয়ে শুরু হবে এই কর্মসূচি। সেখান থেকে বান্দরবান হয়ে রবিবার (২০ জুলাই) চট্টগ্রাম মহানগরীতে পদযাত্রা করবে দলটি।

রবিবার (২০ জুলাই) সকালে রাঙামাটিতে কর্মসূচি শেষে দুপুরের মধ্যে চট্টগ্রামে এসে নগরীর কাপ্তাই রাস্তার মাথা থেকে পদযাত্রা শুরু করবে এনসিপির নেতাকর্মীরা। পদযাত্রাটি বহদ্দারহাট, চকবাজার, আন্দরকিল্লা হয়ে নিউমার্কেট ও টাইগারপাস পেরিয়ে দুই নম্বরগেট এলাকায় বিপ্লব উদ্যানে গিয়ে শেষ হবে। 

পদযাত্রায় কেন্দ্রীয় নেতা নাহিদ ইসলাম, আখতার হোসেন, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, নাসিরুদ্দীন পাটোয়ারী, সামান্তা শারমিন, ডা. তাসনিম জারা, ইমন সৈয়দ ও টিপু সুলতানসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, জুলাই সনদের বিষয়ে মানুষের মতামত সংগ্রহ করছে এনসিপি, যা সরকারের কাছে উপস্থাপন করা হবে। এনসিপির নেতারা মনে করছেন, অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা স্পষ্ট হয়ে উঠছে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন দলটির যুগ্ম মুখ্য সংগঠক ইমন সৈয়দ ও যুব উইংয়ের কেন্দ্রীয় সংগঠক টিপু সুলতান।