সারা বাংলা

সরকার ষড়যন্ত্রের নতুন ফাঁদে পা দিচ্ছে, আশঙ্কা মামুনুল হকের

অন্তর্বর্তী সরকার ষড়যন্ত্রের নতুন ফাঁদে পা দিচ্ছে বলে আশঙ্কা করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। তিনি বলেছেন, ‘‘২০২৪-এ দিল্লির দাসত্ব থেকে মুক্ত হয়েছে ওয়াশিংটনের গোলামি করতে নয়।’’

শনিবার (১৯ জুলাই) বিকেলে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে বাংলাদেশ খেলাফত মজলিসের গণসমাবেশে তিনি এসব কথা বলেন।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে মামুনুল হক বলেন, ‘‘ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের মাধ্যমে বাংলাদেশে ওয়াশিংটনের আধিপত্য প্রতিষ্ঠার যেকোনো ষড়যন্ত্র রুখে দেওয়া হবে।’’

সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘‘বাংলাদেশে যদি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের মিশন কার্যক্রম পরিচালনা করতে হয়, তাহলে দেশের জনগণের ম্যান্ডেট নিতে হবে। আর সেই সিদ্ধান্ত গ্রহণ করবে দেশের জনগণ দ্বারা নির্বাচিত সরকার। অস্থায়ী সরকার জাতির এই নীতি-নির্ধারনী সিদ্ধান্ত গ্রহণের কোনো অধিকার রাখে না।’’

এ সময় অন্তর্বর্তী সরকারকে দেশের উন্নয়নে মনোযোগ দিয়ে ঘোষিত রোডম্যাপ অনুযায়ী অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে আহ্বান জানান তিনি।