আন্তর্জাতিক

ভিয়েতনামে নৌকা ডুবে ২৭ জনের মৃত্যু

ভিয়েতনামের হালং উপসাগরে ঝড়ো আবহাওয়ায় একটি পর্যটকবাহী নৌকা ডুবে গেছে। শনিবার এ ঘটনায় কমপক্ষে ২৭ জনের মৃত্যু হয়েছে বলে দেশটির সরকারি গণমাধ্যম জানিয়েছে।

স্থানীয় সময় দুপুর ২টার দিকে ৫৩ জনকে বহনকারী নৌকাটি উল্টে যায়। 

স্থানীয় সংবাদপত্র ভিএনএক্সপ্রেস জানিয়েছে, বেশিরভাগ পর্যটক রাজধানী হ্যানয় থেকে এসেছিলেন। জরুরি কর্মীরা জীবিতদের সন্ধান চালিয়ে যাওয়ায় পর্যটকদের জাতীয়তা সম্পর্কে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে রাষ্ট্রীয় ভিয়েতনাম সংবাদ সংস্থা জানিয়েছে, উদ্ধারকারী দল ১১ জন জীবিতকে খুঁজে পেয়েছে এবং ২৭ জনের মৃতদেহ উদ্ধার করেছে।

হ্যানয় থেকে প্রায় ২০০ কিলোমিটার (১২৫ মাইল) উত্তর-পূর্বে অবস্থিত হালং উপসাগর প্রতি বছর হাজার হাজার পর্যটককে আকর্ষণ করে। এখানে নৌকা ভ্রমণ অত্যন্ত জনপ্রিয়।

ঝড়ের কারণে শনিবার ভিয়েতনামে বিমান চলাচলও ব্যাহত হয়েছে। নোই বাই বিমানবন্দর জানিয়েছে , শনিবার নয়টি আগত ফ্লাইটকে অন্য বিমানবন্দরে ঘুরিয়ে দেওয়া হয়েছে এবং তিনটি ফ্লাইট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।