দীর্ঘ ছয় দশকের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ধারাবাহিকতায় ভারত ও মালদ্বীপ এবার কূটনৈতিক সম্পর্কে প্রবেশ করতে যাচ্ছে এক নতুন অধ্যায়ে।
মালদ্বীপের রাষ্ট্রপতি ড. মোহাম্মদ মুইজ্জুর আমন্ত্রণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ২৫-২৬ জুলাই মালদ্বীপে রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন। দ্বিপাক্ষিক এই সফরকে ঘিরে দুই দেশের মধ্যে অর্থনীতি, প্রতিরক্ষা, সমুদ্র নিরাপত্তা ও জলবায়ু পরিবর্তনসহ নানা খাতে সহযোগিতা আরো জোরদার হবে বলে আশা করা হচ্ছে।
মালদ্বীপের রাষ্ট্রপতি কার্যালয় থেকে রবিবার (২০ জুলাই) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
সফরকালে প্রধানমন্ত্রী মোদি ও রাষ্ট্রপতি মুইজ্জুর মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে অর্থনৈতিক উন্নয়ন, প্রতিরক্ষা সহযোগিতা, সমুদ্র নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন এবং পর্যটনসহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে।
সফরের অংশ হিসেবে দুই দেশের মধ্যে একাধিক যৌথ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হবে। পাশাপাশি পারস্পরিক সহযোগিতা বাড়াতে বিভিন্ন খাতে চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে।
বিশেষজ্ঞরা বলছেন, মোদির এই সফরের মাধ্যমে ভারত-মালদ্বীপ সম্পর্ক নতুন দিগন্তে প্রবেশ করবে এবং দক্ষিণ এশীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা রক্ষার পাশাপাশি আঞ্চলিক সহযোগিতাও বাড়বে।