সারা বাংলা

নড়াইলে পুকুরে ভাসছিল প্রতিবন্ধী বৃদ্ধার মরদেহ

নড়াইলের লোহাগড়ার একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় মানসিক প্রতিবন্ধী মর্জিনা খানমের (৬৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বাঁকা গ্রামের মধ্যপাড়ার পুকুর থেকে মরদেহটি উদ্ধার হয়।

সোমবার (২১ জুলাই) সকালে লোহাগড়া থানার ওসি শরিফুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করেছেন।

মারা যাওয়া মর্জিনা খানম একই গ্রামের মৃত তোবারেক শেখের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মানসিক প্রতিবন্ধী মর্জিনা খানম গত ১৭ জুলাই রাতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। রবিবার সন্ধ্যা ৭টার দিকে বাঁকা মধ্যপাড়া গ্রামের আরিফ কাজীর বাড়ির পাশের পুকুরে মর্জিনার অর্ধগলিত মরদেহ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

লোহাগড়া থানার ওসি শরিফুল ইসলাম জানান, মর্জিনা মানসিক প্রতিবন্ধী ছিলেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।