রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে সোমবার (২১ জুলাই) দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এ দুর্ঘটনায় অনেকে আহত হয়েছেন। তাদের মধ্যে ৬০ জনকে চিকিৎসার জন্য রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
রাইজিংবিডি ডটকমের ঢাকা মেডিকেল কলেজ প্রতিনিধি জানিয়েছেন, বার্ন ইনস্টিটিউটে নেওয়া দগ্ধদের মধ্যে অধিকাংশই শিক্ষার্থী। তাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। তাৎক্ষণিকভাবে সবার পরিচয় জানা যায়নি।
দগ্ধদের চিকিৎসায় ব্যস্ত সময় পার করছেন চিকিৎসক ও সেবিকারা। চিকিৎসক ও সেবিকাদের মধ্যে যাদের ডিউটি টাইম শেষ হয়েছে, তাদের পুনরায় এ হাসপাতালে আসতে বলা হয়েছে।