রাজধানীর উত্তরার দিয়ারাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীসহ অনেকে হতাহত হয়েছেন। ঘটনাস্থল পরিদর্শন করেছেন বিএনপির প্রতিনিধিদল।
সোমবার (২১ জুলাই) বিকেলে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থলে যান।
প্রতিনিধিদলে ছিলেন- বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক প্রমুখ। তারা সেখানে উদ্ধারকর্মীসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।