রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমানের দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে জাতীয় ঐকমত্য কমিশন।
সোমবার (২১ জুলাই) দুপুরে কমিশনের ১৬তম দিনের আলোচনায় এ শোক জানানো হয়। পরে দুর্ঘটনায় নিহত ও আহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দিনের পরবর্তী অধিবেশন মুলতবি ঘোষণা করা হয়।
সোমবার দুপুর ১টা ৬ মিনিটে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান রাজধানীর উত্তরার মাইলস্টোন কলেজ প্রাঙ্গণে বিধ্বস্ত হয়। এতে বিমানবাহিনীর একজন স্কোয়াড্রন লিডারসহ ১৯ জন নিহত হন বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।
দুর্ঘটনার পরপরই জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ শোকবার্তা পাঠ করেন এবং নিহতদের আত্মার মাগফিরাত কামনায় ১ মিনিট নিরবতা পালন করা হয়। কমিশনের পক্ষ থেকে আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয় এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। কমিশনের সভায় উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দ ও সদস্যগণ বিশেষ প্রার্থনায় অংশ নেন।
কমিশনের পক্ষ থেকে আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয় এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। কমিশনের সভায় উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দ ও সদস্যগণ বিশেষ প্রার্থনায় অংশ নেন। পরবর্তীতে এই মর্মান্তিক দুর্ঘটনার প্রেক্ষিতে নিহত ও আহতদের প্রতি সম্মান জানিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের অধিবেশন দিনের বাকি সময়ের জন্য মুলতবি ঘোষণা করা হয়।
দিনের কার্যধারায় সোমবার কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের ১৬তম দিনের আলোচনা চলছিল। রাষ্ট্রীয় মূলনীতি এবং প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান ছিল আজকের আলোচ্যসূচিতে। সকালে বিষয় দুটি নিয়ে বিস্তৃত আলোচনা হয়।
এতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ, গণসংহতি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, আমার বাংলাদেশ (এবি) পার্টিসহ ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।
এ সময় কমিশনের সদস্য হিসেবে বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।