অর্থনীতি

পুঁজিবাজারে সূচকের বড় উত্থান, কমেছে লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২২ জুলাই) সূচকের বড় উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসই ও সিএসইতে আগের কার্যদিবসের চেয়ে লেনদেন কমেছে। ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম বাড়লেও সিএসইতে কমেছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা বাড়তে শুরু করেছে। ফলে, বাজার কিছুদিন যাবত ইতিবাচক ধারায় আছে। এর মধ্যে শেষ ছয় কার্যদিবসে টানা উত্থানের ফলে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল্য সূচক ডিএসইএক্স বেড়েছে ২১০ পয়েন্ট।

ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৫০.৯৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২৭০ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ১৪.৮৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৬১ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৩৩.৩৮ পয়েন্ট বেড়ে ২ হাজার ৩০ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩৯৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১৭৩টি কোম্পানির, কমেছে ১৫১টির এবং অপরিবর্তিত আছে ৬৯টির।

এদিন ডিএসইতে মোট ৭২২ কোটি ২৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৮৬০ কোটি ৭০ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ৫৮.৪৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৯৫৬ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ৮১.১১ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৬৫৪ পয়েন্টে, শরিয়াহ সূচক ৫.৬২ পয়েন্ট বেড়ে ৯৩৬ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ১৭৯.৯৯ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৮৫৯ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে মোট ২৩২টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৮৯টি কোম্পানির, কমেছে ১১০টির এবং অপরিবর্তিত আছে ৩৩টির।

এসইতে ৬ কোটি ৬২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১১ কোটি ৬৬ লাখ লাখ টাকার শেয়ার ও ইউনিট।