ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুলে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় বরিশালে দোয়া মাহফিলের আয়োজন করেছে বিএনপি।
মঙ্গলবার (২২ জুলাই) সকালে নগরীর সদর রোডস্থ বিএনপির জেলা ও মহানগর দলীয় কার্যালয়ে এ দোয়ার আয়োজন করে বরিশাল দক্ষিণ জেলা বিএনপি।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবায়েদুল হক চান, বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান, সদস্য সচিব আবুল কালাম শাহিন, সদস্য সদস্য মন্টু খান, সদস্য জিয়াউল ইসলাম সাবুসহ প্রমুখ।
এ সময় নেতারা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। একইসঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
সোমবার (২১ জুলাই) উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এ পর্যন্ত ৩১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া আহত হয়েছেন ১৭০ জন।