রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় গুরুতর আহত কক্সবাজারের শিশু রুবাইদা নূর আলবীরার (১০) অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।
বর্তমানে সে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছে। মেয়ের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার বাবা।
আলবীরা কক্সবাজার পৌরসভার বিজিবি ক্যাম্প সিকদার পাড়ার বাসিন্দা মো. জসিম উদ্দিনের মেয়ে। সে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।
দুর্ঘটনার পর দ্বগ্ধ অবস্থায় ছোটাছুটি করতে থাকে। সেসময় একজনকে অনুরোধ করে সে বলে, “ভাইয়া, আমাকে একটু ধরো।” পরে সেই ব্যক্তি তাকে উদ্ধার করে উত্তরার বিভিন্ন হাসপাতালে নিয়ে যান। কিন্তু কোথাও চিকিৎসা না পেয়ে অবশেষে অ্যাম্বুলেন্সে করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয় আলবীরাকে।
আলবীরার বাবা জসিম উদ্দিন বলেন, “মঙ্গলবার আমার মেয়ের অপারেশন হয়েছে। আলহামদুলিল্লাহ, এখন মোটামুটি ভালো আছে। আমি এবং তার মা বার্ন ইনস্টিটিউটে তার পাশেই আছি। দেশবাসীর কাছে আমার মেয়ের জন্য দোয়া চাই।”
উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) দুপুরে রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এতে প্রাণহানির পাশাপাশি গুরুতর আহত হয় বহু শিক্ষার্থী।