ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনা নিয়ে কয়েকজন অভিনেতা-অভিনেত্রী, পরিচালক সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য ছড়াচ্ছেন বলে এক ফেসবুক স্ট্যাটাসে উল্লেখ করেছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। পাশাপাশি শিল্পীদের কাছে জাতি আরেকটু দায়িত্বশীল আচরণ আশা করেন বলেও জানান তিনি।
এদিকে, ছোট পর্দার অভিনেতা আরশ খান তার ফেসবুকে একটি খোলা চিঠি লিখেছেন। এ পোস্টে তিনি লিখেন, “মাননীয় উপদেষ্টা, বিখ্যাত শিল্পী, পরিচালকগণ যারা একটা মিসিং পোস্ট শেয়ার করেছেন উনারা মানুষ। তাদের পরিবারে ও শিশু আছে। দেশের ক্রান্তিকালে তারাও অস্থির হয়ে থাকেন। তাই বিভিন্নভাবে এই ক্রাইসিসে মানুষের পাশে থাকার চেষ্টা করছেন। যেহেতু আপনাদের দেয়া ইনফরমেশন সম্পূর্ণভাবে অভিভাবকদের এবং ছাত্রদের কথার সাথে মিলছে না তাই আমরা ধোঁয়াশার মধ্যে আছি।”
সঠিক তথ্য দাবি করে আরশ খান লিখেন, “ভুলবশত পোস্ট অথবা সম্মিলিত চক্রান্ত কি না এসব তদন্ত পরে করে, দুর্ঘটনার সঠিক তদন্ত করে আমাদের সঠিক তথ্য দিয়ে অবগত করুন। যেন ভুল তথ্য আমাদের বিভ্রান্ত না করে। জাতি উপদেষ্টাদের কাছেও আরেকটু দায়িত্বশীলতা আশা করে।”
এই পোস্টের পর আরশ খান নতুন আরেকটি স্ট্যাটাস দিয়েছেন। তাতে তিনি লিখেন, “সকল রাজনীতিবিদেরই আমাকে বিরোধীদল মনে হবে। কারণ আমি জনতার পক্ষে কথা বলি।”
গত ২১ জুলাই দুপুর ১টার পর রাজধানীর উত্তরায় দুর্ঘটনায় কবলে পড়ে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়; সঙ্গে সঙ্গে বিমান ও স্কুল ভবনে আগুন ধরে যায়। যেখানে এটি বিধ্বস্ত হয় সেখানে বহু স্কুলশিক্ষার্থী ছিল; যাদের বেশিরভাগই হতাহত হয়েছে।