হবিগঞ্জ শহরের বিভিন্ন পয়েন্টে উচ্ছেদ অভিযান চালিয়েছে যৌথবাহিনী। বুধবার (২৩ জুলাই) দুপুরে হবিগঞ্জ পৌরসভার সহযোগিতায় পথচারী ও যান চলাচল নির্বিঘ্ন রাখতে শহরের শায়েস্তানগর, হাসপাতাল মোড় ও নতুন বাসস্ট্যান্ড এলাকাসহ বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করে ৪৭টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। একই সঙ্গে ৩টি দোকানে জরিমানা করা হয়।
হবিগঞ্জ পৌর নির্বাহী কর্মকর্তা জাবেদ ইকবাল চৌধুরী জানান, দীর্ঘ দিন ধরে শহরের বিভিন্ন পয়েন্টে জায়গা দখল করে লোকজন অস্থায়ী ব্যবসা পরিচালনা করে আসছে। যানজট নিরসন ও ভোগান্তি কমাতে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
তিনি আরো জানান, অভিযানে ৪৭টি দোকান উচ্ছেদ করা হয়। একই সঙ্গে ৩টি দোকানে ২০০ টাকা করে জরিমানা করা হয়।
পুরো শহরে ধারাবাহিকভাবে এ অভিযান পরিচালনা করা হবে বলে জানান পৌর নির্বাহী কর্মকর্তা।