অর্থনীতি

৭ হাজার টন মসুর ডাল কিনবে টিসিবি

বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। সংস্থাটি স্বল্প আয়ের লোকদের মাঝে সাশ্রয়ী মূল্যে বিভিন্ন পণ্য বিক্রি করে থাকে। এরই অংশ হিসেবে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র (জাতীয়) পদ্ধতিতে ৭ হাজার মেট্রিক টন মসুর ডাল কিনবে। এতে ব্যয় হবে ৬৪ কোটি ৩১ লাখ ৬০ হাজার টাকা।

বুধবার (২৩ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সংক্রান্ত একটি প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে।সভায় কমিটির সদস্য ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

টিসিবির ২০২৪-২০২৫ অর্থবছরে বার্ষিক ক্রয় পরিকল্পনায় ২,৮৮,০০০ মেট্রিক টন মসুর ডাল ক্রয়ের লক্ষ্যমাত্রা রয়েছে। মোট চাহিদার প্রেক্ষিতে সমগ্র বাংলাদেশে (সিটি কর্পোরেশন ও পৌরসভাসহ। টিসিবির ফ্যামিলি কার্ডধারী প্রায় এককোটি নিম্ন আয়ের পরিবারের মাঝে প্রতি মাসে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রির লক্ষ্যে টিসিবির মাধ্যমে স্থানীয়ভাবে ১০,০০০ মেট্রিক টন মসুর ডাল ক্রয় করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

উন্মুক্ত দরপত্র পদ্ধতির অধীন স্থানীয় ক্রয়ের ক্ষেত্রে পণ্য সরবরাহ, কার্যসম্পাদন বা ভৌত সেবার জন্য বিজ্ঞাপন পত্রিকায় প্রকাশের তারিখ হইতে দরপত্র প্রণয়ন ও দাখিলের জন্য ন্যূনতম ২৮ দিন সময় ধার্য থাকলেও পিপিআর-২০০৮ এর বিধি ৬১ (৫) অনুযায়ী অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৪ জুন ২০২৪ এবং ২৭ মে ২০১৫ সভায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য স্থানীয় দরপত্র আহ্বানের ক্ষেত্রে দরপত্র প্রণয়ন ও দাখিলের সময়সীমা ২৮ দিনের পরিবর্তে ১৪ দিন করার সিদ্ধান্ত গৃহীত হয়।

স্থানীয়ভাবে ১০,০০০ মেট্রিক টন মসুর ডাল ক্রয়ের জন্য পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮ অনুসরণপূর্বক তারিখে উন্মুক্ত দরপত্র (জাতীয়) আহ্বান করা হয়। পিপিআর ২০০৮ অনুযায়ী আলোচ্য দরপত্রের বিপরীতে আংশিক অর্থাৎ সর্বনিম্ন ১,০০০ মেট্রিক টন এর প্রস্তাব দাখিলের সুযোগ রাখা হয়। দরপত্র বিজ্ঞপ্তি ২টি জাতীয় দৈনিক পত্রিকা গত ২১-০৪-২০২৫ প্রকাশিত হয় এবং টিসিবি ও বিপিপিএ এর ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

দরপত্রের সব কর্মকাণ্ডে শেষে সর্বনিম্ন দরদাতা কেবিসি অ্যাগ্রো প্রডাক্টস প্রাইভেট লিমিটেড, ঢাকা এর কাছ থেকে ৫০ কেজির বস্তায় অগ্রিম আয়কর এবং টিসিবির গুদামসমূহে পরিবহন খরচসহ প্রতি কেজি ৯১.৮৮ টাকা দরে ৭,০০০ মেট্রিক টন মসুর ডাল সর্বমোট ৬৪,৩১,৬০,০০০ টাকা মূল্যে ক্রয়ের প্রস্তাব সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি অনুমোদন দিয়েছে।