পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের চতুর্থটি বাংলাদেশ সময় আজ বুধবার (২৩ জুলাই) বিকেল থেকে ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে শুরু হয়েছে। টস জিতেছেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস। তিনি অবশ্য ভারতকে ব্যাট করতে আমন্ত্রণ জানিয়েছেন।
টস হেরে ব্যাট করতে নেমে এ রিপোর্ট লেখা পর্যন্ত ৩ উইকেট হারিয়ে ১৫৭ রান করেছে ভারত। যদিও তাদের একেবারে মন্দ হয়নি। উদ্বোধনী জুটিতে যশস্বী জয়সওয়াল ও লোকেশ রাহুল ৯৪ রান তোলেন। এই রানে ক্রিস ওকসের বলে জ্যাক ক্রাউলির হাতে ক্যাচ দিয়ে ফেরেন রাহুল। তিনি ৪টি চারে ৪৬ রান করেন।
১২০ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারায় ভারত। এবার লিয়াম ডসনের বলে হ্যারি ব্রুকের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন জয়সওয়াল। তিনি ১০টি চার ও ১ ছক্কায় ৫৮ রান করেন। ১৪০ রানের মাথায় তৃতীয় উইকেট হারায় সফরকারীরা। এবার অধিনায়ক শুভমান গিল স্টোকসের বলে এলবিডব্লিউ হন ব্যক্তিগত ১২ রানে।
সেখান থেকে সাই সুদর্শন ও ঋষভ পন্ত মিলে এগিয়ে নিচ্ছেন দলীয় সংগ্রহ। সুদর্শন ৩০ ও পন্ত ৮ রানে ব্যাট করছেন।
প্রথম তিন টেস্টের দুটি জিতে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে ইংল্যান্ড। এই টেস্ট জিতলে তারা সিরিজ জয় নিশ্চিত করবে। অন্যদিকে ভারত জিতলে ফিরবে সমতা।