জাতীয়

মাইলস্টোন ট্র্যাজেডি: মাকিন নামে আরো এক শিক্ষার্থীর মৃত্যু

রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় মাকিন (১৩) নামে দগ্ধ আরেক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৫ জুলাই) দুপুর ১টার দিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসধীন অবস্থায় মারা যায় সে।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান মৃত্যুর বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, মাকিন নামে আরো একজন মারা গেছে। তার শরীরের ৭০ শতাংশ দগ্ধ ছিল। এ নিয়ে জাতীয় বার্নে ১৫ জনের ও ঢাকা মেডিকেলে একজনের মৃত্যু হয়েছে।

গত সোমবার দুপুরে বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। এই দুর্ঘটনায় এ পর্যন্ত যে ৩৩ জনের মৃত্যু হয়েছে, তাদের বেশির ভাগই শিশু।