খেলাধুলা

টেস্ট ক্রিকেটে রানের পাহাড়ে রুট, হুমকির মুখে শচীনের রেকর্ড

ইংল্যান্ডের ব্যাটিং মায়েস্ত্রো জো রুট টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়তে চলেছেন। জ্যাক ক্যালিস এবং রাহুল দ্রাবিড়কে টপকে তিনি এখন টেস্ট ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। বর্তমানে তার সংগ্রহ ১৩,২৯০ রান, যা ইংল্যান্ডের ইতিহাসেও সর্বোচ্চ।

চলতি ইংল্যান্ড-ভারত টেস্ট সিরিজের চতুর্থ ম্যাচের তৃতীয় দিনে ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে জো রুট প্রথমে ৫৭তম ওভারে জসপ্রিত বুমরাহর বলে এক রান নিয়ে রাহুল দ্রাবিড়ের (১৩,২৮৮) রেকর্ডকে পেছনে ফেলেন। পরের ওভারে মোহাম্মদ সিরাজের বলে আরও এক রান নিয়ে ছাড়িয়ে যান জ্যাক ক্যালিসের (১৩,২৮৯) রানের রেকর্ডও।

ওল্ড ট্র্যাফোর্ডের গ্যালারি দাঁড়িয়ে সম্মান জানায় এই যুগের অন্যতম সেরা টেস্ট ব্যাটসম্যানকে। একসময় যিনি ছিলেন ‘ফ্যাব ফোর’— বিরাট কোহলি, কেন উইলিয়ামসন, স্টিভ স্মিথদের ছায়ায়, সেই রুটই এখন টেস্ট ক্রিকেটে তাদের সবার চেয়ে এগিয়ে, রান এবং সেঞ্চুরির সংখ্যায়।

শচীন টেন্ডুলকারের রেকর্ড কি ভাঙবেন রুট? যেভাবে ধারাবাহিকভাবে রান করে চলেছেন জো রুট এবং ইংল্যান্ডের টেস্ট ম্যাচের সংখ্যাও যে হারে বাড়ছে, তাতে শচীন টেন্ডুলকারের সর্বোচ্চ টেস্ট রানের রেকর্ড (১৫,৯২১) এখন আর কল্পনার বিষয় নয়।

রুটের বর্তমান সংগ্রহ ১৩,২৯০ রান, অর্থাৎ তিনি শচীনের চেয়ে মাত্র ২,৬০০ রানে পিছিয়ে। আগামী দুই বছরে যদি তিনি অন্তত ২৫টি টেস্ট ম্যাচ খেলতে পারেন এবং বর্তমান ফর্ম বজায় থাকে, তাহলে রেকর্ডটা ছোঁয়া অসম্ভব কিছু হবে না।

এই মুহূর্তে তিনি শুধু রিকি পন্টিংয়ের (১৩,৩৭৮) চেয়ে ৮৮ রান পিছিয়ে আছেন। এই ব্যবধান ঘুচালেই তিনি টেস্ট ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হবেন।

জো রুটের টেস্ট ক্যারিয়ার এক নজরে: ম্যাচ: ১৫৬, ইনিংস: ২৮৫, রান: ১৩,২৯০*, গড়: ৫৭.৩৭, সেঞ্চুরি: ৩৮*।

টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহকরা: ১. শচীন টেন্ডুলকার – ১৫,৯২১ রান, ২. রিকি পন্টিং – ১৩,৩৭৮ রান, ৩. জো রুট – ১৩,২৯০* রান, ৪. জ্যাক ক্যালিস – ১৩,২৮৯ রান, ৫. রাহুল দ্রাবিড় – ১৩,২৮৮ রান।

সময় যত যাচ্ছে, ততই রুট এগিয়ে যাচ্ছেন কিংবদন্তিদের কাতারে— হয়তো একদিন ক্রিকেট ইতিহাসের চূড়ায় তার নামই থাকবে সবচেয়ে উঁচুতে।