বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তমিজ উদ্দিন বলেছেন, “বিএনপি এমন একটি দল, যে কোনো সময় নির্বাচনের জন্য প্রস্তুত। যে কোনো সময় নির্বাচন আদায়ের জন্য জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে নামার জন্যও প্রস্তুত। আমাদের দুই দিকেই প্রস্তুতি রয়েছে।”
শুক্রবার (২৫ জুলাই) বিকেলে সাভার উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বাথুলি এলাকায় আয়োজিত স্মরণ সভা ও দোয়া মাহফিলে যোগ দিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। সুতিপাড়া ইউনিয়ন বিএনপির প্রয়াত সভাপতি ফটো মিয়ার স্মরণে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
তমিজ উদ্দিন বলেন, “বিএনপি নির্বাচনমুখী দল, গণ রায়কে সম্মান করে। গত ১৭ বছর আমাদের দলের অনেকে শহীদ হয়েছেন, অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে। লাখ লাখ মামলায় আমরা আসামি হয়েছি। বহু নেতাকর্মী জেল খেটেছে। একটাই উদ্দেশ্য ছিল, গণতন্ত্র পুনরুদ্ধার করা।”
তিনি বলেন, “জনগণ তার ভোট দেবে, যাকে খুশি তাকে দেবে। জনগণের ভোটে যিনি নির্বাচিত হবেন, তিনিই ক্ষমতায় যাবেন। এটাই বিএনপির মূল আদর্শ আপনারা জানেন। আজকেও বিএনপি সেই আদর্শে অটল রয়েছে। আপনারা দেখছেন, আমরা যে নতুন নির্বাচনের সুযোগ পেয়েছি, এটা নিয়েও কিছু বিভ্রান্তি সৃষ্টির সুযোগ খুঁজছে একটি গোষ্ঠী।”
স্মরণ সভায় ধামরাই উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি রাকিবুর রহমান ফরহাদ, সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক ও যুবদল নেতা রেজোয়ানুর রহমান রবিন উপস্থিত ছিলেন। সুতিপাড়া ইউনিয়ন কৃষক দলের সিনিয়র সহসভাপতি আব্দুল বাছেদ সভায় সভাপতিত্ব করেন। সভা সঞ্চালনা করেন ধামরাই উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম।