সারা বাংলা

মকস বিলে নৌকাডুবি: ২ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, এখনো নিখোঁজ এক

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মকস বিলে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ তিন শিক্ষার্থীর মধ্যে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনো একজন নিখোঁজ রয়েছেন।

যাদের মরদেহ উদ্ধার করা হয়েছে- ঢাকার সাভার উপজেলার শিমুলিয়া ইউনিয়নের হালিম মিয়ার ছেলে রফিকুল ইসলাম ও গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সুরিচালা গ্রামের মজনু মিয়ার ছেলে শিমুল হোসেন। এখনো নিখোঁজ রয়েছেন- একই এলাকার শফিকুল ইসলামের ছেলে মেহেদী হাসান।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বলেন, ‘‘শুক্রবার বিকেল ৫টার দিকে নৌকাডুবে তিন বন্ধু নিখোঁজ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারে অভিযান শুরু করে। তবে গতকাল কাউকে পাওয়া যায়নি।’’

তিনি আরো বলেন, ‘‘শনিবার সকাল ৮টার দিকে রফিকুল ও বিকেলে ৫টার দিকে শিমুলের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এখনো একজন নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারে আমাদের কার্যক্রম অব্যাহত রয়েছে।’’

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে পাঁচ বন্ধু একটি নৌকায় মকস বিলে ঘুরতে যান। এ সময় তীব্র বাতাসে ঢেউয়ের তোড়ে নৌকাটি ডুবে যায়। পরে নৌকায় থাকা সাকিব ও আরাফাত সাঁতরে তীরে উঠলেও নিখোঁজ হয় তিন জন।

খবর পেয়ে আশপাশের লোকজন ছুটে এসে তাদের উদ্ধারে চেষ্টা করেন। কিন্তু ব্যর্থ হন, পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। নিখোঁজ এবং উদ্ধার হওয়া পাঁচজনই চলতি বছর এসএসসি পাস করেছেন।