বিনোদন

চিত্রনায়ক জসীমের ছেলে মারা গেছেন

বাংলা সিনেমার কিংবদন্তি চিত্রনায়ক জসীমের ছেলে এ. কে. রাতুল মারা গেছেন। শনিবার (২৭ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

জনপ্রিয় ব্যান্ড ‘ওন্ড’–এর ভোকালিস্ট, বেজিস্ট এবং একজন দক্ষ সাউন্ড ইঞ্জিনিয়ার ছিলেন এ. কে. রাতুল। রাতুলের মৃত্যু খবরটি গণমাধ্যমে জানিয়েছেন ব্যান্ডটির গীতিকার সিয়াম ইবনে আলম। 

সিয়াম জানান, শনিবার সকালে উত্তরার একটি জিমে হঠাৎ হৃদ্‌রোগে আক্রান্ত হন রাতুল। সঙ্গে সঙ্গেই তাকে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে লুবানা হাসপাতালে স্থানান্তর করা হলে ঘণ্টাখানেকের মধ্যেই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এ. কে. রাতুল শুধু একজন সংগীতশিল্পী নন, ছিলেন তার বাবার মতোই এক নিবেদিতপ্রাণ শিল্পী। তার অকালপ্রয়াণে বন্ধু, সহশিল্পী ও সংগীতপ্রেমীদের মাঝে নেমে এসেছে গভীর শোক। ব্যান্ডসংগীতের পাশাপাশি স্টুডিও নির্মাণ ও সাউন্ড ডিজাইনেও তিনি ছিলেন পরিচিত মুখ। 

চিত্রনায়ক জসীম ছিলেন বাংলা অ্যাকশন সিনেমার অবিস্মরণীয় নায়ক। ছেলে রাতুলও শিল্প ও সৃষ্টিশীলতার ভুবনে ধীরে ধীরে নিজস্ব জায়গা করে নিচ্ছিলেন। জীবনের এমন এক মোড়ে তার চলে যাওয়া সত্যিই হৃদয়বিদারক।