সারা বাংলা

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে মেরিন ইঞ্জিনিয়ারের মৃত্যু

বগুড়ার আদমদীঘিতে ট্রেনে কাটা পড়ে নাছিম মাহমুদ জয় (৩২) নামের এক মেরিন ইঞ্জিনিয়ারের মৃত্যু হয়েছে। রবিবার (২৭ জুলাই) দুপুরে সান্তাহার রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত জয় উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের চক সোনার গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইনচার্জ হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘‘দুপুরে নওগাঁর উদ্দেশে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন জয়। সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনের রেলগেট এলাকায় পৌঁছালে ট্রেন আসার সময় হলে সড়কে ব্যারিকেড ফেলা হয়। এতে আটকা পড়েন জয়। পরে ব্যারিকেডের ফাঁক দিয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি। এ সময় ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।’’