ক্যাম্পাস

রাবিতে ভর্তিতে জালিয়াতির অভিযোগে আটক ১

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভর্তি হতে এসে জালিয়াতির অভিযোগে মো. আব্দুল্লাহ আল ইমরান নামের এক শিক্ষার্থীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

রবিবার (২৭ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগে স্নাতক প্রথম বর্ষে ভর্তি হওয়ার সময় ওই শিক্ষার্থীর জালিয়াতি ধরা পড়ে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, আটক শিক্ষার্থী আবদুল্লাহ আল ইমরানের বাড়ি রংপুর জেলায়। ভর্তি ফরমে ফার্মেসি বিভাগের সভাপতির স্বাক্ষর জালিয়াতি করেন তিনি। বিষয়টি বুঝতে পেরে রাবি প্রশাসন তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

আটক ইমরান জিজ্ঞাসাবাদে জালিয়াতির কথা স্বীকার করে জানান, রংপুরের ‘রাহী’ নামের এক ব্যক্তির সঙ্গে দেড় লাখ টাকার বিনিময়ে ভর্তির জন্য চুক্তি হয়। তার এক বান্ধবীর জন্যও একই চক্রের সঙ্গে ১ লাখ ৮০ হাজার টাকার চুক্তি হয়েছিল। ভর্তির পর রাবির একজন শিক্ষার্থী তাকে রিসিভ করার কথা থাকলেও তিনি আসেননি বলে জানান তিনি।

এ বিষয়ে ফার্মেসি বিভাগের সভাপতি ড. শাহনাজ পারভীন বলেন, “ভর্তির জন্য ওই ছাত্র আসার পর তার কাগজপত্র দেখছিলাম। কিন্তু কাগজে আমার সীল ও স্বাক্ষর ঠিক ছিল না। ফলে সন্দেহ হলে তাকে প্রক্টর দপ্তরে পাঠিয়ে দেই।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “দুই-তিন দিন আগে ফার্মেসি বিভাগে ভর্তির জন্য আসা এক শিক্ষার্থীর ফরমে সভাপতির স্বাক্ষর নিয়ে সন্দেহ তৈরি হয়েছিল। তখন বিভাগকে এ বিষয়ে সতর্ক থাকতে বলা হয়।”

তিনি বলেন, “আজ ইমরান নামে এক শিক্ষার্থী ভর্তি হতে এলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং সে জালিয়াতির বিষয়টি স্বীকার করে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে রাজশাহীর মতিহার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।”

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক জানান, “অভিযুক্তকে থানায় নেওয়া হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।”