গ্রিস এবং পশ্চিম বলকান অঞ্চলজুড়ে দাবানল ছড়িয়ে পড়েছে। শনিবার শতাধিক অগ্নিনির্বাপক কর্মী দাবানলের বিরুদ্ধে লড়াই করেছেন।
রয়টার্স জানিয়েছে, দক্ষিণ ইউরোপ চলতি গ্রীষ্মের তৃতীয় তাপপ্রবাহের কবলে পড়েছে। অ্যাথেন্সের ২৫ কিলোমিটার উত্তরে দ্রোসোপিগি গ্রামে বিশাল ধোঁয়ার মেঘ ঢেকে যাওয়ার সাথে সাথে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছিল। এই এলাকাগুলোতে দাহ্য পদার্থের কারখানা রয়েছে। হেলিকপ্টার থেকে পানি ফেলা হচ্ছে এবং ১৪৫ জন দমকলকর্মী আগুন নেভাতে কাজ করেছেন। তাদের সহায়তায় নিয়োজিত রয়েছে ৪৪টি গাড়ি, সাতটি হেলিকপ্টার এবং ১০টি বিমান। গ্রিস ও আলবেনিয়ার কিছু গ্রাম থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। দুটি বাড়িতে আগুন লেগেছে। নিকটবর্তী ক্রিয়োনেরি গ্রামের বাসিন্দাদের কর্তৃপক্ষ এথেন্সের দিকে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে। পুড়ে যাওয়া এবং ধোঁয়ায় শ্বাসকষ্টের কারণে পাঁচজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
গ্রীক আবহাওয়া দপ্তর জানিয়েছে, শনিবার গ্রীসে তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর পূর্বাভাস দেওয়া হয়েছিল। গত ২৪ ঘন্টায় ৫২টি কৃষি বনায়নে অগ্নিকাণ্ড ঘটেছে।
প্রতিবেশী আলবেনিয়ায় শনিবার ২৬টি অগ্নিকাণ্ড ঘটেছে। শুক্রবার দক্ষিণ আলবেনিয়ার ডেলভিনার কাছে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনজন আহত হন এবং প্রায় দুই হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়।
গ্রীক দ্বীপ ইভিয়ায় আগুন নেভানোর জন্য ১২৮ জন অগ্নিনির্বাপক কর্মী। ২৯টি গাড়ি, ছয়টি বিমান এবং সাতটি হেলিকপ্টারের সাহায্যে আগুন নেভানোর চেষ্টা করছেন তারা। কিন্তু তীব্র বাতাস তাদের প্রচেষ্টা ব্যাহত করছে।