নড়াইলের লোহাগড়ায় পুকুরের পানিতে ডুবে আরাফাত শেখ (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
রবিবার (২৭ জুলাই) নলদী ইউনিয়নের হলদাহ গ্রামে এ ঘটনা ঘটে।
আরাফাত শেখ হলদাহ গ্রামের সৌদি প্রবাসী মোস্তাক শেখের ছেলে।
নলদী ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবু তালেব মোল্যা বলেন, আরাফাত শেখ গতকাল পুকুরের পাড় দিয়ে মাঠে যাচ্ছিলো গরু আনতে। এ সময় হঠাৎ তার মৃগীরোগ দেখা দিলে পুকুরে পড়ে যায়। পরে তাকে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের লোকজন। একপর্যায়ে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় মরদেহ দেখতে পান তারা।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকা রাতেই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।