ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধে ফিরে যেতে অস্বীকৃতি জানানোয় ইসরায়েল তাদের ৩ সেনাকে বরখাস্ত করার পাশাপাশি কারাদণ্ডও দিয়েছে। রবিবার (২৭ জুলাই) ইসরায়েলি সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে। খবর তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুর।
ইসরায়েলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, নাহাল পদাতিক ব্রিগেডের ৯৩১তম ব্যাটালিয়নের তিন সৈন্যকে সামরিক কারাগারে সাত থেকে ১২ দিনের জন্য কারাদণ্ড দেওয়া হয়েছে।
রাষ্ট্রীয় সম্প্রচারক কেএএন জানিয়েছে, বরখাস্তকৃত সেনা সদস্যরা গাজায় যুদ্ধে ফিরে যেতে অস্বীকৃতি জানানোর কারণ হিসেবে ‘গভীর অভ্যন্তরীণ সংকট’ উল্লেখ করেছে।
ইসরায়েলি সৈন্যরা গাজায় যুদ্ধে যোগ দিতে অস্বীকৃতি জানানোর এটিই প্রথম ঘটনা নয়।
সামরিক তথ্য অনুসারে, গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ৮৯৫ জন ইসরায়েলি সৈন্য নিহত এবং ৬,১৩৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সেনাবাহিনীর বিরুদ্ধে অভ্যন্তরীণভাবে বেশি ক্ষয়ক্ষতি গোপন করার অভিযোগ রয়েছে।
যুদ্ধবিরতির আন্তর্জাতিক আহ্বান প্রত্যাখ্যান করে ইসরায়েলি সেনাবাহিনী ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে। এতে এখন পর্যন্ত প্রায় ৬০ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। অবিরাম বোমাবর্ষণে গাজা উপত্যকা প্রায় ধ্বংসস্তুপে পরিণত হয়েছে এবং দুর্ভিক্ষের পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
গত নভেম্বরে, আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
গাজায় যুদ্ধের জন্য ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখিও। তবে এসব উপেক্ষা করে গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল।