আন্তর্জাতিক

পুতিনকে এবার ১২ দিনের আল্টিমেটাম দিলেন ট্রাম্প

ইউক্রেনে যুদ্ধ বন্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নতুন করে ‘১০ থেকে ১২ দিনের’ সময় দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সময়ের মধ্যে যুদ্ধবিরতি না হলে রাশিয়া এবং দেশটির সঙ্গে ব্যবসায়িক সর্ম্পক রাখা দেশের ওপর উচ্চ হারের শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

সোমবার (২৮ জুলাই) স্কটল্যান্ডের টার্নবেরি গলফ কোর্সে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠকের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইউক্রেন যুদ্ধ অবসানের বিষয়ে এই মন্তব্য করেন তিনি। খবর আনাদোলুর।

চলতি মাসের শুরুতে যুদ্ধ বন্ধে ৫০ দিনের সময়সীমা বেঁধে দিয়েছিলেন ট্রাম্প। তবে এ বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে কোনো ইতিবাচক প্রতিক্রিয়া না পাওয়া তিনি পুতিনের প্রতি হতাশ উল্লেখ করেন ট্রাম্প।

পুতিনকে উদ্দেশ করে ট্রাম্প বলেন, “তাকে একটা চুক্তি করতেই হবে। খুব বেশি মানুষ মারা যাচ্ছে। পুতিন শান্তির কথা বললেও ইউক্রেনের বেসামরিক নাগরিকদের ওপর বোমাবর্ষণ অব্যাহত রেখেছেন। আমি বলেছি, এভাবে হয় না। আমি প্রেসিডেন্ট পুতিনের ওপর হতাশ। পুতিনের সঙ্গে এখন আর কথা বলার তেমন আগ্রহ নেই।”

ট্রাম্প বলেন, “আমি ১০ অথবা ১২ দিনের একটি নতুন সময়সীমা নির্ধারণ করতে যাচ্ছি। এখানে অপেক্ষা করে কোনো লাভ নেই। কারণ আমরা কোনো অগ্রগতি দেখতে পাচ্ছি না।”

এই ঘোষণার মাধ্যমে ট্রাম্প রাশিয়ার ওপর চাপ বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন এবং ইউক্রেন যুদ্ধের অবসানে একটি স্পষ্ট সময়সীমা ঘোষণা করেছেন। যদিও রাশিয়া এখনো এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

এদিকে যুদ্ধ বন্ধে রাশিয়ার সময়সীমা কমিয়ে আনায় ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করে ট্রাম্পকে ধন্যবাদ বলেন, “এটি সঠিক সময়ে এসেছে।” তিনি ভয়াবহ যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্টের স্পষ্ট অবস্থান ও দৃঢ় সংকল্পের প্রশংসা করেছেন।