রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধদের অবস্থা অপরিবর্তিত রয়েছে জানিয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দিন বলেছেন, “দগ্ধ রোগীদের ফিজিক্যাল ইনজুরির চিকিৎসার পাশাপাশি মানসিক চিকিৎসায়ও গুরুত্ব দেওয়া হচ্ছে।”
মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
অধ্যাপক ডা. নাসির উদ্দিন বলেন, “এখন ৩৩ জন রোগী এখানে ভর্তি রয়েছে। ৩ জন গুরুতর অবস্থায় আইসিইউতে রয়েছে।তাদের চাইতে একটু কম গুরুতর অর্থাৎ সিভিয়ার ক্যাটাগরিতে রয়েছে ৮ জন। ১৯ জন কেবিনে ও বাকিরা অন্যান্য ওয়ার্ড ভর্তি রয়েছে। তবে গতকাল থেকে এখন পর্যন্ত তাদের সবার অবস্থা অপরিবর্তিত রয়েছে।”
ইনস্টিটিউটের পরিচালক বলেন, “আজ কাউকে ছুটি দেওয়া হচ্ছে না। তবে চলতি সপ্তাহে পর্যায়ক্রমে কয়েকজনকে ছাড়পত্র দেওয়া হবে। দগ্ধ সব রোগীকে ফিজিক্যাল ইনজুরির চিকিৎসার সঙ্গে মানসিক চিকিৎসায় গুরুত্ব দেওয়া হচ্ছে সবচেয়ে বেশি। এ বিষয়ে নিয়মিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে, স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে আলোচনা করা হচ্ছে। বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।”
তিনি আরো বলেন, “যাদেরকে ছাড়পত্র দেওয়া হচ্ছে, তারা পরবর্তীকালে ফলোআপ চিকিৎসার জন্য আসবে। তাদের পরবর্তীকালে অপারেশনও লাগতে পারে।”