সারা বাংলা

কক্সবাজারে গ্রেনেড-অস্ত্রসহ রোহিঙ্গা যুবক আটক

কক্সবাজারে অস্ত্র-গোলাবারুদ ও গ্রেনেডসহ মোহাম্মদ শফি ওরফে শফি ডাকাতকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব-১৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান।

আটক শফি হত্যা, ডাকাতি, অস্ত্র ও মারামারিসহ ২১টি মামলার আসামি।  তিনি টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা । 

লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান জানান, গতকাল সোমবার রাত ১১টার দিকে টেকনাফের নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্প-২৬ এর পশ্চিম পাশের হাজীর প্রজেক্ট পাহাড়ে অভিযান চালিয়ে শফিকে আটক করা হয়। এ সময় তার সহযোগীরা র‌্যাবকে লক্ষ্য করে ৪-৫ রাউন্ড গুলি চালায়, আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা তিন রাউন্ড গুলি ছোড়ে।‌ 

তিনি আরো জানান, আটক শফির স্বীকারোক্তি অনুযায়ী তার পাহাড়ি আস্তানা থেকে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়। এরমধ্যে একটি ওয়ান শুটার গান, দুইটি একনলা বন্দুক, একটি এলজি, ১০টি এন্টি পারসোনাল মাইন, ১০টি ডেটোনেটর, ৫০ রাউন্ড তাজা রাইফেলের গুলি, ৫৩টি রাইফেলের খালি কার্তুজ, ছয়টি শর্টগানের খালি কার্তুজ, ৭৬৯ গ্রাম ক্রিস্টালমেথ (আইস) ও তিনটি গ্রেনেড রয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান জানান, ২৮ বছর বয়সী শফি টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।  দীর্ঘদিন ধরে তিনি রোহিঙ্গা ক্যাম্প এলাকায় একটি সশস্ত্র ডাকাত দলের নেতৃত্ব দিয়ে আসছিলেন। তার নেতৃত্বে দলটি রোহিঙ্গা ও স্থানীয় বাঙালিদের জিম্মি করে পাহাড়ি এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল।

আটক শফিকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের এই কর্মকর্তা।