রংপুরের গংগাচড়ায় বালাপাড়া গ্রামের হিন্দুদের বাড়িঘরে হামলার ঘটনায় পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৩০ জুলাই) দুপুরে পুলিশ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মামলার পর যৌথ অভিযান চালিয়ে পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ঘটনার দুই দিন পর মঙ্গলবার (২৯ জুলাই) সন্ধ্যায় এক ভুক্তভোগীর দায়ের করা এ মামলায় অজ্ঞাতনামা ১ হাজার ২০০ জনকে আসামি করা হয়।
গংগাচড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান মৃধা জানান, ক্ষতিগ্রস্ত একজন মঙ্গলবার বিকেলে গংগাচড়া মডেল থানায় মামলা করেন। নিরাপত্তার কারণে মামলার বাদীর নাম প্রকাশ করা হচ্ছে না।
ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগে গত ২৭ জুলাই রাতে ওই গ্রামের হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা হয়।
পুলিশ, প্রশাসন ও হিন্দু সম্প্রদায়ের লোকজন বলছেন, যারা হামলা করেছেন, তাদের মধ্যে অনেকে ছিলেন ‘বহিরাগত’। হামলার সময় ২২টি ঘরবাড়ি তছনছ ও লুটপাট করা হয়।