বিনোদন

জায়েদ খানের অতিথি মোনালিসা

সঞ্চালক হিসেবে যাত্রা শুরু করেছেন ঢাকাই সিনেমার পরিচিত মুখ জায়েদ খান। যুক্তরাষ্ট্র থেকে প্রচারিত বাংলা গণমাধ্যম ‘ঠিকানা’-এর আয়োজনে শুরু হয়েছে ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ শিরোনামে বিশেষ টক শো। 

এই শোয়ের আগামী পর্বে অতিথি হিসেবে থাকবেন জনপ্রিয় অভিনেত্রী মোনালিসা। শুক্রবার (১ আগস্ট), বাংলাদেশ সময় রাত ৮টায় এ পর্ব সম্প্রচারিত হবে ঠিকানা টিভির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। 

১ আগস্ট, জায়েদ খানের জন্মদিন। জায়েদ খান বলেন, “খুব ভালো আছি, কাজ করছি। সামনে কয়েকটা অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নিচ্ছি।” 

নতুন এই আয়োজন নিয়ে জায়েদ খান বলেন, “কেবল তো শুরু করেছি প্রোগ্রামটা। চমক তো বাকি আছে অনেক। এটা যতদিন ভালো লাগবে, করতে থাকব।” 

এ অনুষ্ঠান প্রসঙ্গে আয়োজকরা জানান, ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’-এ থাকবে দেশ ও প্রবাসের তারকাদের একান্ত সাক্ষাৎকার, প্রবাসজীবনের চড়াই-উৎরাই, সংগ্রামের গল্প, সামাজিক বাস্তবতার প্রতিফলন এবং নতুন প্রজন্মের চিন্তা ও উদ্ভাবনের ঝলক। সঙ্গে থাকবে আড্ডা ও মানবিক কথোপকথন—যা ছুঁয়ে যাবে দর্শকের মন।  

ঠিকানা গ্রুপের সিইও মুশরাত শাহীন বলেন, “এই শো আমাদের সংস্কৃতি, অভিজ্ঞতা ও আত্মপরিচয়কে বিশ্বমঞ্চে তুলে ধরার সাহসী এক পদক্ষেপ। জায়েদ খানকে এই যাত্রায় পেয়ে আমরা গর্বিত।”  

এই অনুষ্ঠানের মাধ্যমে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের নানা প্রান্তে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জীবনের জটিলতা, সংগ্রাম, সাফল্য এবং অভিজ্ঞতা তুলে ধরতে চান বলেও জানান তিনি।  

বর্তমানে নিউ ইয়র্কে অবস্থান করছেন জায়েদ খান। তবে কানাডা, অস্ট্রেলিয়া, দুবাইসহ বিভিন্ন দেশে আয়োজিত শোয়েও অংশ নিচ্ছেন তিনি।   

জায়েদ খান অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সোনার চর’। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন মৌসুমী, ওমর সানী, শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন ও পাপিয়া মাহি প্রমুখ। সিনেমাটি পরিচালনা করেন জাহিদ হোসেন।