পঞ্চগড়ের দেবীগঞ্জে ধানখেত থেকে সুলতানা আক্তার রত্না (২০) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩০ জুলাই) সকালে উপজেলার সদর ইউনিয়নের মাঝাপাড়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রত্না ওই গ্রামের রবিউল ইসলামের মেয়ে ও দেবীগঞ্জ মহিলা কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয়রা জানান, মরদেহের সঙ্গে একটি কাপড়ের ব্যাগ ছিল। যার ভেতরে রত্নার পরনের কাপড় ও দুইটি সেদ্ধ ডিম ছিল। এছাড়া, তিনি এক হাতে মোবাইল ফোনের কাভার ধরে ছিলেন। তবে, মোবাইল ফোনটি পাওয়া যায়নি।
রত্নার বড় ভাই মামুন ইসলাম বলেন, ‘‘সকাল ৭টার দিকে প্রতিবেশী কাওসার তার জমিতে আগাছানাশক দিতে গিয়ে ধানখেতে এক মেয়েকে উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন। এ সময় তিনি ডাক-চিৎকার করলে গিয়ে দেখি, সেটি আমার বোন।’’
রত্নার বাবা রবিউল ইসলাম বলেন, ‘‘‘গত রাত ১২টার দিকে বাইরে থেকে বাড়িতে ফেরার পর রত্না আমাকে ভাত বেড়ে দেয়। রাত দেড়টা পর্যন্ত সজাগ ছিলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি, মেয়ের ঘরের দরজা খোলা। স্ত্রী জানায়, মেয়ে ঘরে নেই। এর কিছুক্ষণ পর খবর পাই, ধানখেতে এক মেয়ের মরদেহ পাওয়া গেছে। পরে দেখি, সেটা আমার মেয়ে।’’
দেবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার সরকার বলেন, ‘‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি হত্যাকাণ্ড। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। শিগগিরই জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হবে।’’